রক্ত পিপাসু-
করিনা তোয়াক্কা এইচ আই ভি,
পশু, মানুষ, কিংবা অসহায় হরিণী,
রক্ত চাই আমি রক্ত চাই-
রক্ত চাই জীবিত প্রাণীর,
নিজের তো রক্ত নাই,
তাই শুধু রক্ত চাই।
বিড়ালের রক্ত, কুকুরের রক্ত-
শত্রু কিংবা বন্ধুর রক্ত,
চাই চাই, রক্ত রক্ত।
কালের বিবর্তনে বাড়ছে মশা,
বাড়ছে রক্ত পিপাসু-
রক্ত চাই, রক্ত সংকট,
লাল রক্ত, কালো রক্ত, হলুদ রক্ত-
টিকটিকির সাদা রক্ত,
পরম বাদ্ধানুগত মুরগির রক্ত চাই-
পেলে মৃত মানুষের শীতল রক্ত চাই,
মশা হয়ে মশার রক্ত চাই-
রক্ত চাই, শুধু রক্ত চাই।


ভাঙ্গুড়া, পাবনা