গফুর মিয়ার মহেশ নেই
গরু শূন্য ভুবন
গোয়ালারা আজ বুঁনছে তাঁত।
বুদ্ধি আর সু-স্বাস্থ্য আজ
প্যাকেটে কিংবা টিনের কৌটায়
তারাই এযুগের ধাত্রী।
শকুন মারার চরে
দিব্বি মারাযায় মানুষ,
ঊষার গগনে লাল আভা
লাল আভা গোধূলী বেলায়,
দিনের আকাশ জুড়ে কালো মেঘ।
কোনো আকাশে রংধনু, সুখতারা,
উড়ে বেড়ায় সুখ পায়রা
বাকি আকাশগুলোতে বৃষ্টি ঝড়ে,
মুশলধারে বৃষ্টি ঝড়ে,
ঘরের ভিতর আগুন জ্বলে
বাহিরেতে বৃষ্টি ঝড়ে।
উজাড় ভূমি সবুজে ভরা
গোয়ালার বুকে তুষেরআগুন,
গরু শূন্য আজ এ ভুবন
তবুও শুধুই বাড়ছে শকুন।