আয় আবার রাতের শিশিরে মিঠে
গল্পের জাল বুনি , আয় আজ তোকে
খুব আদর করি ; কোন কথা নয় ।
বসন্তের শয্যায় যে ফুল উন্মুক্ত করবে
তার বক্ষ , গভীর নিঃশ্বাসে –
মিলিত হবে যে অজানা প্রজাপতি ,
আয় না সেই নিস্তব্ধ পদ চারণা
হোক তোর-আমার ব্যাকরণহীন মিলনে ।
পলকে যায় কত সময় , চলকে
পরা অভিলাষ , তাও তোকে ভালোবাসি
এলোমেলো শয্যার জঠরে ।।