রাত্রিরা নেমেছে জোনাকি ঘুম এ চোখে ;
এখন সময় কুয়াশার মত গাঢ় আর সুন্দর নারী অথবা পুরুষ । যেভাবে উড়ন্ত ফানুসের বুকে ধিকিধিকি করে স্পন্দন থামে , ঠিক সেভাবেই না হয় এস এ দেহে । মৃত্যু তুমি এত সুন্দর ।


অবশেষে শোনা যায় - ঘেঁটু থেকে শালের সবজে
ফুলের টুপটাপ ছন্দ । এখানে ওখানে গোলাপী-নীল লবঙ্গ ভ্রূণের মত স্ফূরণ পূর্ব অন্তিম শ্বাস । আর , তারপরেই ছেঁড়া ডানা মেলবে কবেকার
মাথাকুটে মরা শালিক হৃদয় বিবর্ণ ইচ্ছারা ।


ঘুমঘুম চোখ আর দেহে লেপটে থাকবে স্মৃতিদের
পোড়া কলোনী । থাক তারা শ্যাওলার মত আবিষ্ট
হয়ে । আমি আর "আমি" একটু একটু করে মিশে
যাব আগামীর কোন এক অনামী ধূলিপথে ॥