অসীমের পথে তোমার রথ --
       প্রান্তে ভাসে , যাচ্ছো কোথা ?
উত্তুরে বাতাস কয় , বিফল মনোরথ --
        যাচ্ছি আমি ফুল শয্যায় , না রয় ব্যাথা ।
বিলীন কে বলে আমায় ,
          প্রতি ধূলিকণা অশ্রু কেন ফেলে যায় ?
চলেছি আমি সুদূরের পথে ,
           দুয়ার খুলিছে আজি সাদর সম্ভাষণে --
হে অজানা পথিক , ছিন্ন তব সাথে ,
         আলিঙ্গন হোক মুক্ত তোমা বাঁধনে ।
বাতাসে বয় মৃদু মধুর সৌরভ ,
          স্তব্ধ করো সব সকল কলরব --
মুক্তি আজি অসীম আলোকে ,
         অশ্রু বারি মিছে কেন চক্ষে ?
আছি আমি , থাকবো আজি তব বক্ষে ,
         নাইবা হল দেখা , দেখো মানস চক্ষে ॥