যদি বল আমি ভুল , বেশ তাই হোক ।
গোলকধাঁধায় নামহীন-গোত্রহীন গ্রহরা
পরিভ্রমণের পর ,নিঃশ্বাস নেয় অন্য কোন
আকাশগঙ্গার জঠরে , দেয় প্রশান্তির ঘুম ।


কর্মহীন মানুষের চোখের গভীর আঁধারে ,
নক্ষত্রদের নিস্তব্ধ অথচ কঠিন পদচারণা ।
শীতের নির্জীব ঘাসের গভীর শিকড়ে ,
নির্যাস নিয়ে যায় বসন্ত আগমনের ।


বলা কথা প্রাসঙ্গিক হলেও , না বলা
বর্ণগুচ্ছ অর্থহীন হয়ে থাকে  ধুলোর
শুষ্ক গহ্বরে , কালের শয্যায় ।
শুধু বলি -- আমায় রেখো ,
কুসুমের গভীরে ভ্রূণের মত ॥