বন্ধুবর ,
মনে ছিল না , শুনলাম আজ রাখী ।
বহুকাল আগে এর অর্থ-বোধ বেশ নাড়া দিতো ;
বর্তমানে মনের চোরাগলিতে সে চেতনাগুলো মৃত
মাছেদের মত এক সর্বগ্রাসী শেষ খাবি খাচ্ছে ।
আজ সকালে দেখলাম বৃষ্টিরা জমিয়ে সেজেছে ।
কান পেতে শুনতেই বুঝলাম -
ওরা বন্ধন শুরু করেছে গাছ-মাঠ-পাখী -
ফুটপাতদের সাথে । বেশ মজা লাগলো ।
ব্ন্ধু , রাখীর ইতিহাস-বিশ্লেষণ , মিষ্টির দোকানে মিঠে
নানা মাপের কাগজ আজ কত কথাই না বলবে ।  টিভি-
ফেসবুকে উঠবে তত্ত্বের আরেক নিম্নচাপ ।
আয় অরণ্য-আয় গাছ সদলবলে -
আমি না হয় তোদের ডালেই নীরবে
বাঁধি ডোর , পরাই তিলক ।  রক্ষা করিস
এ অজেয়-অমর রাখী বন্ধন ।
ঠিক , এ সময় বই ছুট এক দামাল বাচ্চা
তোদের সাথে আমার এ মিলন দেখে উঠলো হেঁসে ।
হয়তো য এ হাঁসি নিষ্পাপ-
অর্থবহ , আগামী এর উত্তর দেবে ।
ভালো থাকিস তোরা ।
তোর পাগলা বন্ধু ॥