রাতের অপলক দৃষ্টির কাছে হার মানতে মানতে ,
শেষমেশ বাইফোকাল হয়েছে মন । এতকাল যে
কথাগুলো নাক উঁচু করে খাতার পৃষ্ঠায় সাম্রাজ্য
চালাতো , আজ চায় সোজা ভাষায় পরিসমাপ্তি ।


পিছনে যে ছায়া চলছে , তার স্থায়িত্ব ক্রমশ ক্ষীণ-দুর্বল । ওরাও চায় অবসর , শ্রান্তি নামে তাদের দেহে । মরা ডালে বিশ্রাম নেয় গুচ্ছ নীলচে ঘাস ফড়িং ; তারপর বাসা বাঁধে । একদিন উড়ে যাওয়ার প্রাক্কালে রেখে যায় ফুসফুস খাবলানো দেহ ।


একি কেবল আমারই কথা ? হয়তোর অলংকার !
নিজেকে এখন সময় হয়েছে দেখার । মাঝে কেবল
প্রয়োজন বাইফোকালের অবসম্ভাবী নম্বর পরিবর্তন ॥