মজাটা হল এই আমাদের নিয়ে ।
ধোঁয়াগুলো যেমন একে অপরের
সাথে কুণ্ডলী পাকানো সাপের মতো
খেলা করে , আর শেষে নিজেদের
অস্তিত্বের সাক্ষ্য রাখতে টুপটাপ
ছন্দে স্পর্শ করে আকাশের হৃদয়কে ।
ঠিক তেমনটা না হলেও , সম্পর্ক-
অনুভূতি নামক অদ্ভুত কায়াহীন
মায়ার সন্তানরা ক্রমে হৃদয়ের গন্ডী
পেরিয়ে স্থান পায় অভিধানের পৃষ্ঠায় ।
মজাটা হল ধোঁয়ার পরিবর্তনে মরু ,
পেয়েছিলো যে জলের আস্বাদন ,
মায়ার উত্তরসূরিদের উন্নাসিকতা
তোলে আজ কেবল মরু ঝড় ।
মজাটা হল , সব জ্ঞানবোধী হয়েও ,
চোখেতে নামে ঘুমের ঘোমটা -
সাজতে ভাল লাগে বিড়াল তপস্বী ॥