তুমি যখনই যে শ্রেণীতে লাফিয়ে উঠবে ,
আমি তত পিছনে থাকতে চাই পরে ।
তোমার এগিয়ে যাওয়া রুদ্ধ হবে না
আমার লাফ মাড়াতে ! তারপরও যদি
কালের চক্রে আমি-আমরা অথবা , তুমি-
তোমরা একই শ্রেণীভুক্ত হয়ে যাই , না ,
একদম নিঃশ্বাস ফেলো না দীর্ঘ , আমি-
আমরা আবার বিশ্রাম নেব ।
তবে , কতটা এগোলে শেষ হবে জানা নেই
কারোর ! স্তর-শ্রেণী কী ইনফিনিটি ? যদি
না হয় , সব শ্রেনীরা একদিন শেষ হবে ।
আমি থাকলাম আমাদের প্রতিনিধি হয়ে
নির্ধনের তালিকায় এইবার ।
তুমি থেকো তোমাদের লক্ষ্মীর বর পুত্র-কন্যা হয়ে ,
মোট কথা , যার যেটার অভাব ॥