আমার কবিতার কথাগুলো ক্রমান্বয়ে
হারিয়ে যাচ্ছে ভিড়ে ঠাসা লোকাল ট্রেনের
কামরায় , কখনো বা , তাদের আনাগোনা
প্রান্তিক কানা লোকালয় থেকে নগরের
বুকে উপচে পরা ডাস্টবিনের গহ্বরে ।
বর্ণের সঙ্গে বর্ণের মিলনে শব্দ সন্তানদের
জড়ালো ব্যাকরনের চেয়েও জটিল
" ওদের " পুঁতিগন্ধময় জীবন সংগ্রাম ।
কলমের নিরামিষ কান্নায় লাভ কতটা
তা জানে না - অন্ন-বস্ত্র-ছাদহীন " তাদের "
আমার-তোমার মতো পাকস্থলী ।
" শিক্ষা ", না হয় ভরা পেটে হোক ।
প্রতি বছরের মতো ক্যালেন্ডারের তকমা
দেওয়া দিন ওদের ব্যাঙ্গ করে ।
সবে মাত্র অঙ্কুরিত শিশুর মুখে দুধের বদলে নুন -
কী পরিহাস ! নানক , হে পূণ্য আত্মা ,
আজ আবার পুনঃ নাও জন্ম ! পূর্ণিমার
আলোকে তোমার আশীষ পড়ুক ঝরে ॥