কিছু সৃষ্টি না হয় থেকে যাক অসম্পূর্ণ ;
তোমার চোখে দেখব বলে , ঠিক যেমন -
ভোরের আকাশকে শত সহস্র বছরের পূব
রবি ভালোবাসে প্রথম ঘুম ভাঙানোর পেলব আলোর অলক্ত চুম্বন রেখায় !
তোমার ঘুঙুরের আলাপ সারে নির্ঝরিণীর মত তালে-ছন্দে !
আর আমার হৃদ-কমলে স্পন্দিত হয় কত যে বিশ্রামরত স্বপ্নের -
ঝঙ্কার , অবিরত-অবিরল-অবিরাম !
বাইরে যে বারিধারা ধোঁয়াটে সবুজ পাতায়
মল্লার রাগে , করে আত্মজ-আলিঙ্গন !
আজ , ইচেছ করে সম্ভবকে সরিয়ে রেখে ,
তোমার পায়ে হাজার পাকে বেজে উঠি -
ক্ষণে ক্ষণে , অনির্বার অনামী লয়ে !
যা হল না পূর্ণ , থাক সেসব বিশ্রামের
মর্ম ভাঁটায় ! শুধু তুমি জোয়ার হয়ে ভাসিয়ে
পুণ্য স্নানে স্নাত করো আমার নিশ্চুপ ,
আবেগের মোহময় জীর্ণতা ! অপেক্ষার
দৈর্ঘ্য না হয় পুনরায় বৃদ্ধি করলাম মধুর -
অনাস্বাদিত আলিঙ্গনের আস্বাদনে ।।