সদ্য মুক্তি পেয়েছি প্রাচীন নগরী , তার বুকে
ছিল কিছু তারা ঝরা রাতের কান্না –
জারজ অশ্রুর রঙে উঠেছিল তার
ক্ষয়িষ্ণু চিত্রলিপি ; ক্ষোদিত হয়ে নিশান , ঘুমিয়ে
থাকা ভোরের আলোয় মেলেছিল –
প্রত্যাশিত সবুজ বন্যার মত কত গান্ধর্ব
কথা । সে ইতিহাসের সাক্ষী রেখে
বক্ষ গুহাচিত্রে আজও চলে যে প্রতীয়মান
ভালোবাসার আঁচড় ; তার ফেলে আসা কথা রাখে
মনে সদ্য ডানা গজানো বাদলা পোকার
আবর্তিত নৃত্য । মোমের পেলব সুতোয়
ভীরু কম্পমান শিখার মত সভ্যতার কোন এক সাক্ষী ।।