আমি পুরুষ না হলেও , প্রকৃতিও না --
সব না ; এমনকি তৃতীয় যৌনের ধাঁধায়
ফর্ম রাখি দূরে ঠেলে , থাক না শূন্য ।
আমাকে সূর্যের বা কলঙ্কিত চাঁদের
ফোয়ারায় একটু একটু করে নগ্ন করে
তোমাদের পরীক্ষার খাতায় নম্বর দাও -
যৌনাঙ্গ-টেস্টোস্টেরোনের সর্পিল খেলায়
পৌরুষতার আখ্যা দিলেও যে নারী নই ,
তা তুমি বা তোমরা জোর করে বলতে পারো না ।


এঁটেল-দোআঁশ-বালি মাটি , সব যদি
মিলিয়ে দেওয়া যায় , সৃষ্টি হয় ভূ-পৃষ্ঠের জঠর ।
এমনটাই ভাবো না একবার ; ভেবে কী
দেখেছো , এই সব মিশেলের মাঝেও
উদগীরণ হচ্ছে , পোড়া হৃদয়ের লাভা -
চোখের জলের ধূমায়িত বাষ্পের মতো ।


প্রতি রাতের গরম পাথরের সংঘর্ষ ভেদ
করে দলা দলা ছাই হয়ে শুষ্ক অশ্রু কথা -
বুঝেছো কী হে মাননীয়-মাননীয়া তোমরা ?
যদি বোঝো , এসো তবে এ বুকের মাঝে ,
গান শুনবে লাল রক্তপিণ্ডের কথা -
হয়তো সেদিন বলবে - " তোমার নগ্ন
বুকে যে বুক রেখেছি , তাকেও
তকমাহীন শুধুই  ' মানুষ ' বলে "॥