আর কত আঁচড় কাটলে সম্পূর্ণ
হবো - প্রশ্নটার লাল ফিতে ফাঁস
নাগপাশের মতো প্রান্ত থেকে প্রান্তে
কাটে দাগ , অনুর্বর জমির শুষ্কতায় ।
উড়তে উড়তে যে ঘুড়ি কাটে সম্পর্ক
সুতোর , তার অব্যক্ত ব্যাথার মতো
আজ গল্প লেখে কায়াহীন মন । হয়তো ,
এই ভাবেই কলমের থামাবে অখ্যাত
কোন এক বেনামী ইতিকথা ।  ঘুমহীন
চোখে লেগে থাকবে লাশকাটা ঘরের
মত পৃথিবীর শীতল সুখ সজ্জার ঘুম ।
দেখেছি আমি মৃতরা সব থেকে আদি
সত্যের কথা বলে , যেমন লাঙ্গলের
সভ্যতায় জন্ম নেয় সবুজ শস্য বংশ ,
রক্তমাখা বুকে জন্ম নিক আগামীর জাতি ॥