অবশেষে গৌতমীর মাতৃত্বে -
বেঁচে গেল সে ! মেনোকারা
এভাবে ফেলে যায় কপট
দেবতাদের মধু-মিলনের নির্যাস !


মেনকা,আসো নি কেন একবার?
রাতের অন্ধকারে অরণ্য-সন্তানেরা
হিংস্রতা ভুলে ডানার আঁচলে -
পাড়িয়েছিল ঘুম তোমার কন্যাকে ,
আর তুমি! মনোরঞ্জনে মগ্ন পুনরায় !


সকলে বলে সবের অন্তরালে
কারণ আছে - স্বীকার করি ;
হয়তো তোমার বক্ষ ছিন্ন খঞ্জনার
মতো বিদীর্ণ হলেও,ঔরসে
পালিত কন্যাকে আগামীর
পুংশ্চলী করতে চাও নি! তাই না !


মেঘের আড়ালে ইন্দ্রজিত্ স্ব-ভূমি
রক্ষার হেতু সংগ্রাম করেছিল যেমন -
তেমনই ,সাবলম্বী কণ্যাকে ঘোমটার
আড়ে , বিদায় কালে আশীষ দিতে !


শাঙ্গরব ,শারদ্বত ভাগ্যিস হরণ
করে নি শকুন্তলার আব্রু ! বেঁচে
থেকো এমন সব পুঙ্গব বারবার ;
কণ্ব, হয়তো নারী মর্যদার পাঠ ,
তোমাদের শেখাতে পারলেও -
সপ্ত ঋষির শিষ্যকূল দেবতারা ,
মূর্খ থেকেছে, তাই বোঝে না -
মাটির কোনো নীরব ভাষা ॥