সুদীর্ঘকাল ধরে এই চোখ দেখে কেবল আকাশের
না ছুঁতে পারা কাল্পনিক রঙ , দেখে আসে কেবল
অপার সুখ-শয্যার স্নিগ্ধতা আর ইত্যাদি । অন্যরা
মাথা নেড়ে আমায় শোনায় অমৃত বাণী , " তোর ছাই
পোড়া দৃষ্টি , আগুনে গলানো-পড়ানো হৃদয় ইঁট ! তাই
তো কাঁদে না কলম , লেখে না গর্জে ওঠা কথা-স্রোত।"
ঠিক সেইদিনই লিখেছিলাম , আকাশ কাঁপানো একরাশ
ক্যাকটাসদের গল্প , মরুর বুকে নিস্পন্দ ধূলিপথ  ।


সবশেষ হওয়ার পর দেখি , মৃত বালু ঢাকা পথে কখন
কিভাবে ছিল শুষ্ক স্তনে মাতৃ সুধা , আর ঠিক তাই তো ক্যাকটাসদের পরিবারে ফুটেছে ফুল । মৌ লোভী
সরু ঠোঁট পাখী পাখায় এনেছে ব্যাস্ততা । ডুব দিয়েছে
পা ডোবানো কাঁটা গাছের পাপড়ির মধুতে । কী জানি
এ কলম এত বেইমান কেন ! শোনে না  আমার কথা ।


হয়তো একদিন পাপড়ি খসিয়ে ফেলবে বৃক্ষ , পরাগ
প্রেম শুষ্ক হবে , ছিন্ন- বিদীর্ণ হবে বস্ত্র অসংখ্য কাঁটার
নিষ্ঠুর নিদারুণ খোঁচায় । কিন্তু , আবার যে স্ফীত হবে
উদর অসংখ্য ফলে , আসবে আগামীরা দল বেঁধে ...।
থুড়ি , আবার সেই ভুল ! আশাগুলো মাথা খেল ---
মদ চাই হে ,নিদেন এক কাপ চা-- নেগেটিভিটি দরকার ॥