নিষিদ্ধ চুম্বন (কবি -পবিত্র চক্রবর্তী )
*****************************
হারিয়ে ফেলছি অনেক কিছু;
আচমকা হৃদয়ের চোরাগলিতে
আস্ফালন রত প্রেম দিচ্ছে
উঁকি,ঠিক প্রবাল দ্বীপের মত !


চৈত্রের শেষ রাতে যে বিষাক্ত
চুম্বন খেয়েছিল বেদের কোমরে
শঙ্খচূড়,তারই হলদেটে পদচারণা
নাভি থেকে অধর হয়ে ওষ্ঠে
ফিরিয়ে দেয় একদলা ক্ষোভ ;


তাও কী নির্লজ্জ এ পিঞ্জর !
হিমেল চাদরে আচ্ছাদিত
এ বুক চায় ছোবল খেতে ,
পুনরায় অবক্ষয়ের কালস্রোতে !


অবোধ মস্তিষ্ক আবদ্ধ
কেন চাও হতে? ফারাওরা
যে আশায় রাখত তার
নীলচে মদিরার স্বপ্ন!
কফিনে ঘুমন্ত জমাট লৌহকণিকা
সেই লোভেই হয়ত ওঠে জেগে
বার বার,ধিক্কার এখানে বল্গাহীন
বৃদ্ধ অশ্বের ধুলায় আবৃত এক
কুহেলিকা,তোমার ভ্রুর ইশারায়
নিপাট অলীক জন্মান্তরের প্রহেলিকা !!
.......................******........................