কান্না কবি-পবিত্র চক্রবর্তী
*************************************
প্রাচীন নগরী পৃথিবী বয়ে চলেছে
সধবার সিঁদুরের মতো .
আজ হাতের তালুতে ধরা দেয়
সোঁদা গন্ধের পরিবর্তে রক্তের লৌহকণিকা .
মৃত্যুর তাগিদ কারোর নেই -
বেঁচে থাকার প্রতিধ্বনি বারবার
পৃথিবীকে বলে," এত ছোট কেন তুমি?"
জবাব মেলে না; সমুদ্র কোলে
লাল কাঁকড়ার দ্বীপে আছড়ে পরে কান্না -
"আমাকে বাঁচতে দাও . "
শতাব্দী থেকে ধ্বনি ভাসে আজও ,
আমার কোন উত্তর নেই ;
অসংখ্য স্রোতে ভাসালাম
নিশ্চুপ নোনতা জলের বোবা উত্তর ..!
*******************************