কত যে মানে-বোধ-চেতনা উত্সের সন্ধানে
নিরন্তর ছুটে চলে শাল-তমালের দিশার থেকে দিশা .
ঊষার অন্তিম লগ্নে অবগাহন করেছিল যে
নক্ষত্ররা,তারাও সেজে ওঠে কুরুক্ষেত্রের
স্বজন হারানো কান্নার অপেক্ষায় !
কর্ণের রথচক্র থেমেছিলো ধরিত্রীর বুকে ,
বীর সাজে তখনও সে ছাড়ে নি,অপলক
ভাবে তাকিয়েছিল- হিংস্র লোলুপতার
তরবারি হেনেছিল তার  বহুপূর্বে
ছিন্ন হৃদয়ে ! ধর্মের সঙ্গে ধর্মের মহাসংগ্রামে
শেষ হয়েছে কত যে নাম-গোত্রহীন মহাভারত !


ছুটে চলতেই থাকে গ্রহপুঞ্জ নিজের অক্ষে আকাশের  প্রান্ত থেকে প্রান্তে ; বন্ধনহীন
হয়ে হাজার বছরের বৃদ্ধ মৃত আলো
অন্তিমবার জ্বলে ওঠে লক্ষ বাতির মাঝে !


তবুও হয় না স্তব্ধ পথ চলা,বহু উত্তরের
অপেক্ষায় আজও চাঁদে চরকা কেটে চলেছে
আদিম চাঁদের পক্ক কেশবাসিনী; কে যে
নেবে তার পরিশ্রমের পলকা সুতো !


আকাশ দিয়েছে মুড়ি ,চুমকি লাগানো
চাদরে -
জেগে থাকে দুটি তারা,শুকনো
অশ্রুর মাঝে !!
*****************