সবগুলো এক নয়,আকারগুলো
নানান মাটির মত !
বেশ ,তবে বাদ দাও তাদের
প্রয়োজনীয়তার মুষ্ঠিগুলো ;
দুর্বল হলে চিত্কার করে বলো
পরিত্যাগ করেছি অপদার্থতা !
আকাশের রঙ লাল,নীল,হলুদ -
তবু বাদামী হলেও সূর্য ওঠে ,
পাখি ডাকে ; শীত সকালে
চাদরের ফাঁকে দেখো ওদের !


সব যদি এক হত!' ইনফিনিটি ' যেত হেরে
কেউ আছো? একটা গ্লোব চাই -
রঙীন পাতা ঝরা বাতাসে
ফিতে দিয়ে মাপতে হবে
পরিমাপের ধীর বিস্তৃতি !!


এক-দুই-তিন সবই এক -
দৃষ্টি শুধু আলাদা , আলাদা
স্বপ্নের ইন্দ্রজাল -তাও গরম রক্ত
একই দেহ,আঙুলগুলোর পরিভাষা !!
**************