দরজা বন্ধ হলেও খুলে রেখো ,
পূর্ণিমার ছায়ায় গা ধুয়ে দেখি -
অমাবস্যা প্রতীক্ষমান !
কপাট খুলে দিলেও ,বন্ধ এখন
ক্ষয়ে যাওয়া চাঁদের মতো
তোমার গায়ে লেগে থাকি ;
আঘ্রাণ নিয়ে দেখি তোমার
তারায় ঢাকা শরীর ; যা
বহুদূর গেছে চলে ,আকাশগঙ্গার ঘড়ে !
ধাপের উপর ধাপ চড়েছি -
সিঁড়ির তলায় আবার দাঁড়িয়ে
একমুঠো মেঘকে ধরি ,
স্বপ্নের বাসর-শয্যায় !!