নিশ্চুপ নিস্তব্ধ পাখির চোখের মত রাত
                   ঘুম নেই
             শুধু , তোমার জন্য !
নিথর- ব্যর্থ প্রেমিকার হৃদয়ের মত রাত-
                      জেগে আছি ,
                 শুধু তোমার প্রতীক্ষায় !
          রাত কালো থেকে মসী  হয়েছে
                    কোষ্ঠীপাথরের মত -
আমার হৃদয় নামক " ফালতু " আঙিনায় !
হয়তো,তুমি জেগে আছো আমার জন্য ,
পুরাণের কোণ এক ক্ষত্রিয় রমণীর মত -
বীর তেজে তার "স্বামীর" চুম্বনের অপেক্ষায়
             ইতি ব্রতকথা; বাস্তব বলে
      তুমি এঁকেছিলে লক্ষ্মীর পায়ের ছাপ
                ছেঁড়া কাঁথায় শোওয়া,
কোনো এক স্বপ্নহীন 'পবিত্র' মনের মাঝে !


         হঠাত,'কুয়াশারা' এসে ধুয়ে দিলো-
               সেই স্বপ্নহীন বেকারের
     গড়ে ওঠা রামধনুর মত সাত রঙকে!!