তপ্ত অঙ্গারে , আগুন ওঠা মেঝেতে
    হেঁটে চলেছি যুগন্তর ধরে -
তুমি এসে হাত ধরেছিলে আমার ;
               আমি অনুতপ্ত ,
কারণ, হাত ধরার প্রয়োজন টাইম জলের মতো উন্নাসিক নাসিক্য ধ্বনি বিস্তার করে
          এগিয়ে গেছিলাম , ভাবি নি
             জৌবন থেমে থাকবে না !
               সময় হয়ত গেছে চলে -
                প্রেম নাকি বয়সহীন !
শরীর বেইমান , প্রেম হয়েছে ভাষাহীন ;
একবার পড়বে কি , না বলা কথা আমার!
      নাই বা পড়লে! অধিকার তোমার ;


কত তারা ঝরে পরে প্রতিরাতের চাদরে -
হলাম আমি সেই সহস্র বছরের পুরনো নক্ষত্র,বা,ধূমকেতু-                তবুও একবার এসো-
             না পারলে দিও চিঠি ,
          ওহ ! কালি তো আজ ফিকে !
         তাও এসো - জানি না কি পাবে -
           কথা বলবো যদি ভাষা পাই !!