স্বপ্নগুলোকে মাটি দেওয়ার পালা ,
বাস্তবকে কাছ থেকে জানি -
তোমার চুপ করে থাকা কবরের সমান ,
শায়িত হবে আমার ' আমি ' !
শূন্য থেকে শুরু করে আবার শূন্যে -
মহাশূন্যের আহ্বান আর
নিষ্পলক চাহনি -
পেয়েছি উত্তর আমি !
থাকলো শুধু নতুন পল্লবের কাছে -
টুকরো চাঁদের মতো না বলা কথা !!