ক্যাকটাসে বাঁধানো কপালে
তোর আঙ্গুল হয় ক্ষত !
এবার থামাও শাঁখের মাঙ্গলিক ধ্বনি ;
মরুভূমির উপর চন্দন
প্রহেলিকা মাত্র !
শেষ হয় না গণনা -
আনিস কেন ফোটাতে ফুল ?
এবার সূচনা দিনগোনার ,
তাও আয়ুবৃদ্ধির মন্ত্র !
একঝাঁক বৃষ্টিতে দেখি আকাশ -
ফোঁটায় ফোঁটায় কপাল যে
গেছে ভরে ; আসিস তবে !!