মন যা চায় লিখে চলি -
কবিতা কিভাবে হয় জানি না,সংগাও অজানা !
যখন উল্টো প্রতিবিম্ব দেখি,লিখি -
আসলে রাস্তা হয়েছে অনেক ছোট ,
পদক্ষেপ বড় হয় নি ;


পূর্ণিমার চাঁদ,পচা কলা,হাজার বছরের পথ ছাপ ফেলি নি !
কলমের কল্পনায় পাতা নষ্ট করি ,
চর্চা তো হয় ! কী হবে লিখে ,
তাও লেখা তৈরী হয় মদ গিলে !


মস্তিষ্ক বলে আর না -
কলিম জানায় -" এখনো বাকি কালি "!
হেসো না বন্ধুবর-অবন্ধু তুমিও -
ভাষা আমার শব্দ খোঁজে ,
তবুও,অর্থ ব্যর্থ অনুসন্ধানের পথে
হয়তো আছে ,হলুদ পাতায়
উত্তর ছাপ ফেলে !!