এক অখ্যাত প্রেমের খ্যাত কাহিনীটির মতো নানা চরিত্র স্বপ্নের দ্বীপে জাল চলেছে বুনে !
এই যেমন স্নান করা দেহে অসংযত আঙ্গুল  লিখে চলেছে অলংকৃত শব্দ বিন্যাস !
প্রেম এখনও বিমূর্ত রাতের স্বপ্নের গহ্বরে
অনাদি কালের মত তোলে মৈথুন ভাস্কর্য ;  
থামলাম কিছু পথের পরে , আর তারপর-
তারপরের ইতিবৃত্ত লেখার জন্য আহত হয় পুনরায় ভাললাগার মহুল নেশা!
ভাগ্যিস প্রত্যাক্ষান বড্ড বেশি মধুর -
তবুও আবাগি এপথ জন্ম দেয় বেজন্মা- জারজ লিপি কাহিনী !!