প্রকৃতি  (  পবিত্র চক্রবর্তী )
***************************************************
তেমন একটা দোষী নয় প্রকৃতি ,
সবুজের জন্য নেমে আসে স্তন ধারা --
নদী হয়ে ওঠে রসবতী , উচ্ছ্বল যুবতী ;
দুপেয়েদের দরকার নির্ভয় হওয়া ।


প্রকৃতির কৃপণতা কম ,
শিশির সোহাগে প্রসব করে নবান্নের ধান ,
আড় ঘুম ভেঙে ফুল ফোটে , পাকা জোছনায়
ভাসে মানুষদের এক চিলতে উঠোন ; সূর্যের
দোসর হয়ে পক্ষপাতহীন হয়ে দিনের সূচনা
হয় নানা ঋতুদের হাত ধরে , নির্দিষ্ট সময়ে ।


বাকী থাকে মানুষের একটু নত হওয়া ॥