ঘুমাতে চাই পুনরায় , নাড়ির
বাঁধন ছেঁড়া সেই মাতৃজঠরে ।
গেছে যে ধূলি মাখা পথ , খেয়েছ --
ঝুঁটি বাঁধা বুলবুলি , জীবনর কত গুণে
গুণে রাখা নানা বন্ধন শস্য । হচ্ছে এ
শরীর , নিভন্ত কামাগ্নির স্তূপীকৃত ছাই ।
ক্রমে , গোধূলির সাথে সন্ধ্যার মিলনে ,
ঘোমটার আড়ে যে কৃষ্ণ নিশীথ নামে ,
সেইখানে রেখো , টুকরো কিছু জমি ।
বসুন্ধরা , তোমার জঠরে দাও ,
অন্তিম স্থান । শান্তির ঘুমে দেখবো --
রূপকথার নকশী কাটা স্বপ্ন ॥