সেদিন ভোরের পাখিরা হয়তো ক্লান্তির
খোলসে নরম ঘুম দিচ্ছিল ;সেদিন গাছেরা
হাওয়ার সাথে অজানা কোন অভিমানকে সঙ্গ পাতিয়েছিল ।
সেই শিশির ভেজা বিদায়ী গতকালের নিয়ন ঘুমে আচ্ছন্ন
রাজপথে নিজেকে দেখতে শুরু করলাম
পুনরায় ! সূর্য তখনও পশ্চিমী ক্ষয়িষ্ণু
চাঁদের সাথে বেশ মিত্রতার মাপকাঠি রেখেছে বজায় ।
এমন এক সিন্দুকে তোলা
আপাত ভোরের নরম জজিমে পেলাম
কারা যেন সান্থারায় ব্যাস্ত ! সমাজ শেষে
তুমিও ? বেশ , এ হয়তো আবশ্যিক ।
আমার-তোমাদের কর্কট রোগে মুহ্যমান
বর্ণ-শ্রেণীর বসুন্ধরার নিপুণ গোষ্ঠী বদ্ধ
বৈধ প্রতিনিধিকুল একে একে মৃত্যুর কোমল
আলিঙ্গনে হাহাকার রাগিণী তুলেছে !
যাওয়ার আগে ,সমাজ তোমার
রক্ত ক্ষয়ী ডাস্টবিন বদ্ধ জীবন হয়তো
এতদিনে চায় আরেক নব জন্ম । সান্থারা ,
আজ বলে যাই তুমি ঠিক -ঠিক আর ঠিক ।।