অরণ্য কেমন আছো নাগরিক কফিনে ?
একে একে করছে গ্রাস পিরামিড-
কংক্রিট সুখী মানব বলয় ।  আর শেষে ,
এঁটে দিচ্ছে তোমায় সার্কোফেগাসে ।
অরণ্য-বনানী-শ্যামল প্রান্তর তোমার
প্রাচীন বুকে অকাল আঠালো রক্তে যে ,
ধারা ছুটে চলেছে , সেই প্লাবিত শোণিত -
মনে করায় ,স্বর্ণ আভূষিত হিটোফেরাসের
বন্ধ্যা-গোপন কান্না । অরণ্য তুমি কেমন
থাকবে , এ অন্ধ মরু মানব বক্ষে ?
কাল রাতে তারাদের ফাঁকে , উঠেছিল
হেঁয়ালি হিরোগ্লিফিক্স ; হরিণ-বৃক্ষ-
বনস্পতি কত কী সবুজ-লাল আঁকা
সেই মিশরীয় ভাষায় । সভ্যতার লিপি
আজ এতই বর্ণময়-বোধগম্য , তার
পরিসংখ্যান - এঁকে-লিখে চলে শপিং
মলের জ্যামিতিক অবয়ব ।
তাও , সব বুঝেও প্রশ্ন করি - অরণ্য
তুমি থাকবে তো মায়ের বুকে প্রবল ভাবে ?
যেমন , আজও মরেও জীবাশ্ম হয় নি -
মোনালিসা বা ক্লিয়োপেট্র্রার স্নিগ্ধতা ;
থেকো ভালো অরণ্য । আগামীরা তোমায়
কাহিনী না করে বাস্তব করে রাখবে ॥