দারুণ কুলিশ পতত বারি সঙ্গ ,
শাওন করহ মম হৃদি ভঙ্গ ।
যামিনী আধ অধিক বহি যাও ত ,
নিদ নাহি দুহুঁ আঁখি অবিরত ।
বংশী ধ্বনি পশিল বান অধিক ,
কেমনে রুধি মোর চপল গতিক ।
কুঞ্জ-বন ছায়ে পুষ্প বিখরিল ,
শিখি নাচত-কৃষ্ণ-নীল পঙ্খ মেলিল ।
তবু হাম নাহি পারি ছাড়ত গেহ ,
কুলবধূ লাজে যেমত নূতন মেহ ।
অম্বরে দেখত কানহ-নীল ছায়ে ,
উপেখিত যাওত , শ্যামের দহুঁ বাহে ।
হৃদ মাঝে মঝু জাগসি অনুখন ,
দেহুঁ চুম্বন বসি ঝুলত ঝুলন ।
যেমত মরণ পরশে এ তনু ,
সখী অভিমান রাখি কানন সাজানু ।
শ্যাম শ্যাম দেখি শ্যামনীলকণ্ঠী ,
দুলিব দোহেঁ মোরা প্রেম অবগুণ্ঠণী ।
পঙ্কজ পবিত্র হৃদি কহে তোহে ,
হরি, দুলিছে তোহাঁ কমল গেহে ;
খেলিবি আজি কি ঝুলন দোলে ,
অনুখন শ্যাম হ্লাদিণী প্রেম ভরি তোলে । ।