অতঃপর যেখানে কথা শেষ করেছিলে ,
ঠিক তারপর থেকেই , শেষের নুপুর ধ্বনি
একটু একটু করে পদ সঞ্চার শুরু করে ।
বুঝি , এ হলো শেষের শেষ । ঠিক যেন -
কালপুরুষের উদ্ধত বাণে আহত কোন এক
প্রেমের অসম্পূর্ণ আঁকা বাঁকা গল্প । পোষ্য
লাইকার মুখে শিকার লব্ধ অখ্যাত চরিত্রের
শেষ গোঙানি - ছটফট করা আস্ফালন
" ভাঙা "-" শেষ "- শব্দগুলো বেশ মজার ।
ঠুনকো- টিকে থাকা আধুনিক সম্পর্কের
উপসংহারে কী সহজেই নাকের পাটা বিস্তৃত ,
এরা সকল , না বিখ্যাত দীর্ঘশ্বাস
ফেলা চরিত্রের ঘাড়ে শীতল CO2 চুম্বন দেয় ।
অবশেষে , স্মৃতির গঙ্গা জলে অস্তমিত হয় - সর্প
রজ্জু ভ্রম সম্পর্কের ক্ষয়ে আসা সূর্য । লক্ষ-কোটি
বছরের ন্যায় আধুনিক অ্যানরয়েড ভালোবাসার
মিষ্ট স্যাকারিন সম্পর্ক সুগারে ভোগে ।
তবুও , এ কপাল পোড়া মন খুঁজে ফেরে -
অচেনা - স্যাঁতস্যাঁতে পিচ্ছিল হৃদয় গলিত
প্রেমের ব্রাহ্ম মুহূর্ত । এ চলবে , পুনরায় -
আগাম অনাদি কালের পর কাল ধরে ॥