স্বপ্নগুলোকে মাটি দেওয়ার পালা ,
বাস্তব ক্রমে হচ্ছে শয্যা সঙ্গী -
তাও ,তোমার চুপ করে থাকা কবরের সমান ;
হয়তো ,থরে থরে জমা প্রেমের মাঝে
অভিমানের কলোনিতে পরছে ধুলো -
হয়তো কোন একদিন শায়িত হবে শুধুই
তোমার-আমার কায়াহীন " আমি-তুমি "।
শূন্য থেকে শুরু করে আবার মহাশূন্যে -
তাদের মাঝে দেখেছি নিষ্পলক চাহনি ;
অর্থ আর সৃষ্টির দাঁড়িপাল্লায় কোনটা যে
বেশী দামী - বোঝে ক্রমে এ মৃত মন ।
থাকলো শুধু নতুনের কাছে টুকরো
চাঁদের মতো মতো না বলা কথা ॥