অভিমান করার সুযোগটাও কেন যে
কেড়ে নাও ! তুমি ভালবাসতে জানো না বলেই
এত খেয়াল রাখো ! জামার বোতাম
ছিঁড়ে গেলে , একটু যে রেগে ডাকবো -
সেই অধিকারটুকু সুন্দর ভাবে কেড়ে
নিয়েছো - তুমি সম্পূর্ণ ব্যার্থ ।
ভালোবাসারা নালিশ জানায় নিয়ত ,
তাদের পরাজয়ের গ্লানি ক্রমে করে
চলেছ নিরলস ভাবে রাগের পর শয্যার
এলোমেলো অনুরাগ, পরিপাটি চাদর বসেছে ভুলতে ।


চলার পথে তোমার হাত বিফল করে আমার বিফলতাকে ।
আমার বে-খেয়ালের পদক্ষেপ তোমার যেন সতীন কাঁটা !
প্রেমের মর্যাদাহানী এ যেন তোমার জন্মগত অভিসন্ধি ।
তাই আজ তোমায় ছেড়ে যাওয়ার শুষ্ক অভিযোগ বসেছি লিখতে
ভালোবাসা যে  আদিম ক্রীতদাস , তা বোঝাতেও ভুল করে নি
তোমার উষ্ণতা! আচ্ছা , এত অভিযোগের নীরব শব্দমালা বুঝেছিলে
বলেই কী মৃত্যুর অনন্ত যাত্রা তোমায় করেছিল স্পর্শ ?


অনুপস্থিতি মনে করায় তুমি ভালোবাসতে ব্যার্থ হয়েও অলক্ষ্যে
জিতে গেছো! তাই কলম আজ লিখতে পারছে মানহানি অভিযোগ ,
কাকডাকা ভোরে - সম্পূর্ণ একা ,শূন্য শয্যার কোলে ।।