আমাদের গ্রাম
------পবিত্র রায়
সবুজ গাছের ছায়ায় ঘেরা
আমাদের এই গ্রাম,
আঁকা বাঁকা ছোট পথ যে
ছুটে চলেছে অবিরাম,
সবুজ শ্যামলে ভরা মাঠ
দেখতে লাগে বেশ,
গ্রাম বাংলার রূপ তো কভু
হয়না দেখা শেষ,
বড় রাস্তার একটু পাশে
একটি ছোট পুকুর আছে
মোদেরি গ্রামের মাঝে,
গাঁয়ের ছেলেরা খেলার পরে
সবাই সেথা সাঁতার কাটে,
কৃষকও মগ্ন গানের শুরে
আপন মনে কাজ করে,
মাঠে মাঠে আবার গরু চড়ে
গরু ছাগলে শোভা যায় বেড়ে,
গায়ে মোদের আসলে পরে
দেখবি কতো রুপই ওরে,
লিখে রাখি কোন ভাষাতে
তা আমার নেই জানা যে,
গ্রামটি মোদের এত আহা
জন্মভূমি ও স্মৃতিময় ঘেরা
আমার এই পূর্ব দেবীডুবা ৷
তাং:18.02.2018 ইং