অপেক্ষা, আর কতকাল অপেক্ষা ?
       একটি দিন সেতো দিন নয় ,
       যেন হাজার বছর ।
       সুখের নদী শুকিয়ে গেছে,
       হতাশার প্রখর রদ্দুরে ।
       দখিণা বাতাস ভুল করে
       নিয়ে আসে আজ,
       আগুনের হলকা ।
       দখিনা জানালা করেছি
       রুদ্ধ তাই ।
       শীতের আয়েশি রৌদ্রকে ঢেকে দিয়াচে,
       নিরাশার কালো মেঘ ।
       চারপাশে তাই আজ
       মৃত্যুর হিম শীতলতা ।
       কতজনার কতজন আল,
       কৃষ্ণচূড়ার ডালে
       বাসা বেঁধেছিল যে দুটি পাখি,
       তারাও অবশেষে এলো ।
       হায় ! এলেনা শুধু তুমি ।
       তৃষিত আঁখি দুটি তবু
       চেয়ে থাকে পথপানে,
       কবে তুমি আসবে ?
       অনেক হিমেল রাত পার করে,
       হয়তো আসবে জানি,
       আসবে তুমি-
       কোন এক বসন্ত প্রভাতে ।
       দুয়ারে থাকবে মানুষের ভিড় ।
       অবাক তুমি থমকে দাঁড়াবে ।
       চমকে তাকাবে ভিতর পানে ।
       সাদা কাফনে দেহখানি মর,
       সাজানো থাকবে কফিনে ।
       সেই তুমি আলে, বড় দেরি করে,
       অসময়ে অবেলায় ।