একটুখানি মেঘের নাচন ,
          একটুখানি আলো ।
  তোমরা সবাই খুশী থেকো ,
          মনটা থাকুক ভালো ।
   রোদের আলো নরম নরম ,
           মেঘের ছায়া কোমল ।
   ভেজা হাওয়ায় উড়িয়ে দিলাম ,
           আমার শাড়ীর আঁচল ।
   ঘর পালানোর ডাক পেয়েছি ,
           থাকবো নাক ঘরে ।
   উদাস করা বাউল গানে ,
           মনটা কেমন করে ।
   ঘরের তালা ভাঙবো এবার ,
           পায়ের বেড়ি কেটে ।
   পথের ডাকে পথ হারাবো ,
           দূর অজানায় ছুটে ।
   কোথায় যাব পথ জানা নাই ,
           নাইবা থাকুক দিশা ।
    কে আমারে ডাক দিয়ে যায় ,
           ভয় পাব না নিশা ।
    রংধনুর ওই সাত রঙে ,
           বসন হোল রাঙা ।
    জোয়ার এলো মন যমুনায় ,
           বাধ যে গেলো ভাঙ্গা ।