সে থাকে অচিনপুর
তার বাড়ী বহুদূর ।
বন্ধু আমার কাজল কালো ,
মনটা তার বড় ভালো ।
মায়ায় ভরা মুখটি তার
না দেখলে আমায় ,
    হয় যে তার , মুখটি ভার ।
  
অনেক কাজের ভীরে
সে শুধু আমায় খুঁজে ফিরে ।


অধরা আকাশে , বাউল বাতাসে
কান পেতে রয় বন্ধু আমার ।
   এই বুঝি প্রিয়া ডাকিবে তারে ,
   কাঁপন তুলে প্রতিটি শ্বাসে ।


নিমগ্ন আমাতে বন্ধু রাতের তারা যেমন ,
বর্ষায় কদম্ব সে , সমুদ্রে ঢেউ যেমন ।

সাধ হয় বড় ভুলিবারে তারে ,
ভুলিয়াও গেছি কতবার , মনের আজান্তে
জতবার ভুলি ততবারি বন্ধু
     কড়া নাড়িয়া যায় বন্ধ দরজায় ।