বড় ক্লান্ত আমি, বড় বেশী পরিশ্রান্ত
  মেঘে মেঘে কবে বয়ে গেছে বেলা
       বুঝেছি এই অবেলায়
তোমারও দেখি জুলফির ফাঁকে
       রূপালী সাদার ঝিলিক।


কতো বছর পর দেখা হল ? কত যুগ ?
       কি লাভ এখন বল
       জীবনের লেনা দেনার হিসেব কশে।
এখন তো মানাবে না আমায়
       লাল শাড়ি আর লাল গোলাপের গুচ্ছ খোঁপায়
সেইযে বায়না ধরেছিলাম ১লা বৈশাখে
       হাত ধরে যেতেই হবে রমনার বটমূলে
এখন কি আর মানায় বল, কদমগুছ হাতে নিয়ে
            ভরা বরষায় নৃত্ত ?
তুমি ছিলে ভয়ে অস্থির
            আমি হতেম তোমার প্রেমে সিক্ত।
আমার দুচোখে দেখতে তুমি
            নাটোরের বনলতা।
সেই চোখ এখন ঘোলাটে দৃষ্টি
           চেয়ে দেখো তুমি সেই চোখ আর
           বলেনা কোন কথা।
এই আমি আর নই সে আমি
           বড় দেরি করে এলে
কালের গর্ভে বিলীন হয়েছে
    অনেক ক্ষত শুকিয়েছে এই দিলে।