স্পর্শ করেই দেখে নেবো তোকে
অনিশ্চিত প্রেম কালো পর্দার মতো ঘিরে আছে

চুপচাপ থির চোখ—
তোকে ভাবতে পারে না বলে,
কেমন আছিস ছড়িয়ে-ছিটিয়ে আছে চারদিকে