মাটির খোলস থেকে আমাদের হৃদপিণ্ডের হাড়গুলি তুলে নেয় কিছু  কিছু অমেরুদণ্ডী মুখ; লাটিমের শরীর দোলাতে দোলাতে থুবড়ে পড়ে রাত-জ্বরে বেড়ে ওঠা পিউ  ডানা মেলে মেলে উড়াল দেইনি কতদিন নীল-কালো আবহের ঘোরে মহাকাল শিঙা ফুকোয়নি সাদা ঘোড়া ফিরে গেলে আগুনের পাশ দিয়ে ডোরাকাটা বাঘেদের মুখে চলে যায়


আমাদের ঘুম ভেঙে জেগে ওঠে কলকল অথৈ