[ শ্রদ্ধেয় কবি মুরারি সিংহের চরণারবিন্দু ]
মুরারি দা একটা অথৈ লিখতে গিয়ে
স্বরবর্ণের হটপ্যান্ট ঢিলে করলেন
আমরা কিছুই তো বললাম না
কবিতার দাম চড়া হলো—
গুদামঘরে বন্দি বর্ণের
মূল্যনীতি যারা বোঝেন— তারা বললেন... ‘শালা তুই কি বুঝবি!’
ধূর, কবিতা-টবিতা ফেল
ব্রেক ফেল
ইঞ্জিন নষ্ট
মগজ ভরা হীরা-পান্নার বদৌলতে
যদি অথৈ পকেটভারী করা যেত
একটা দুপুর লিখতাম
মুরারি দা একটা ভোরের জানলা খুলে ঢুকে পড়লেন
একটা অথৈ লিখবেন
অথৈ পুরাণ
অথৈ কথা
কিন্তু মুদ্রাস্ফীতির চরম মেজাজ
এখন কালো কবিতা আর কালো ঈশ্বর লিখেন
আর কতটা বেঁচে আছি মুরারি দা