মালতি-
আমাদের দীর্ঘ ভালবাসার শিকল ছিড়ে তুমি চলে গেলে।
এখন আমি ঘুমহীন দুচোখে প্রতিটা রাত জেগে থাকি!
নিঃঝুম আঁধারে মানুষ ঘুমায় পাখিরাও ঘুমায়,
তুমিও হয়তো অজানা কোন শহরে তোমার স্বামীর
উষ্ণ প্রেমের পরশে ঘুমিয়ে থাকো অবলীলায়।
আচ্ছা-
কখনো কী আমার জন্য তোমার কাঁদতে ইচ্ছে করে না?
ঠিক যেমনভাবে আমি কাঁদি!
কথা ছিলো কোন দুরত্ব থাকবে না জীবনে।
পড়ন্ত বিকেলে নদীর ধারে
হাতে হাত রেখে দুজনে একসঙ্গে পথ চলব,
তারপর যখন ক্লান্ত হয়ে পড়বে শরীর
তখন আমরা বসে পড়ব সবুজ ঘাসে।
অতচ আজ-
সেই নদীর তীরে আজ আমি একা হাঁটি!
কেন?
কোন একদিন হাত ছুঁয়ে জানতে চেয়েছিলে
তুমি না থাকলে কী করব আমি;
তোমার মুখের দিকে চেয়ে বলেছিলাম মরে যাব!
আমার দুই কামরা ঘরের দেয়ালে
দুঃখ আর হাহাকার মাকরসার জালের মত ছড়িয়ে!
আমার ঘরের জানালার গারদে
ঝুলে থাকা বেগুনি পর্দায় স্মৃতিরা দোল খায়;
আর স্তব্ধতা এসে ভর করে বুকে।
এখন প্রতিটা বিকেল কাটে তুমি ছাড়া
আমার সন্ধ্যারাত আর সকাল গুলো যেন শূন্য!
অশ্রুসিক্ত নয়নে চেয়ে দেখি কোথাও তুমি নেই
তাই আর বাঁচতে চায় না আমিও!
রচনাকালঃ- ২১/০৯/২০১৭
কেউ কথা রাখেনি বলে কি প্রেম মরে যায়? সে দায় আমার নয় , আমি শর্ত অনুযায়ী ভালবেসে গেছি ভালবেসে যাব ।
দুই কবিকে জানাই শুভেচ্ছা আর অভিনন্দন ।
বিরহে জর্জরিত মন,
এখন শুধু প্রশ্নই মনে দোল খেলে যায় ।
তুমিও কি আমাকে ভেবে কাঁদো।
ভালোলাগলো শ্রদ্ধেয় কবি।
ভালো থাকুন এই কামনা।
বেদনাদায়ক-
অনেক অনেক শুভেচ্ছা।
কি আর করা, জীবন তো চলতেই থাকবে নদী স্রোতের মতো,
আত্মহত্যা নয়,
শুধু শান্তির জন্য এসো যুদ্ধ করি,
এসো জীবনের জন্য যুদ্ধ করি,
এসো এই ভূপৃষ্ঠে ভালবাসার চাষাবাদ করি......
প্রিয় কবি শুভ কামনা রইল।
খুব বেদনাদায়ক চলে যাওয়া মালতির প্রস্থান,তাই কলমের কালিতে কবির স্থান শুভেচ্ছা জানবেন কবি।
আত্মহননে প্রেমের গভীরতা... এ কেমন কথা গো কবি...
প্রেম-বিরহের অসাধারণ কাব্যে অভিভূত!
প্রিয় কবির জন্য এক রাশ রক্তিম শারদ শুভেচ্ছা ও গভীর ভালোবাসা রেখে গেলাম।
ভালো থাকুন সবসময়!!
এতো সুন্দর করে কি করে লিখলেন? মুগ্ধ হয়ে গেলাম। অপূর্ব!
মন ছুঁয়ে গেল। শুভেচ্ছা অফুরন্ত প্রিয় কবি বন্ধু।
ভালবাসা অক্ষয়-অমর । সুন্দর উপস্থাপনা । শুভেচ্ছা প্রিয় ।
মনের মৃত্যু আত্মহত্যা হতেও সাংঘাতিক। শুভেচ্ছা
কবিবর।
নিখাদ ভালবাসার অনুভূতি ভাল লাগল ।
অনন্য তুলনাহীন ।
ভাল থেক কবি এই শুভ কামনা রইল ।
এরকম বহু ঘাত প্রতিঘাতেই কাঁটে জীবন। যারা সহ্য করে নিতে পারে তারাই জীবনযুদ্ধে জয়ী হয়। যারা আত্মহত্যা করে তারা কাপুরুষ। দারুন সুন্দর বেদনা বিরহের ছবি ফুঁটিয়ে তুলেছেন কবিতায় । অনেক অনেক শুভকামনা রইল প্রিয় কবি।
শেষ চিঠি, অসাধারন লিখে গেলেন প্রীয় কবি।
এই প্রেম বিরহের কবিতায়,
আমাকে দারুন মুগ্ধ করেছে।
প্রীয় কবিকে একরাশ রজনীর গন্ধার শুভেচ্ছা,
অসংখ্য ধন্যবাদ ও শ্রদ্ধার সহিত ভালোবাসা
রেখে গেলাম আপনার পাতায় !
ভালো থাকুন, শুভকামনা করি !!!
প্রেম বিরহ একই সাথে ফুটিয়ে তুলেছেন আপনার কবিতায় ।দারুণ লাগলো ।শুভেচ্ছা জানবেন প্রিয় কবি বন্ধু ।ভালো থাকবেন ।
স্মৃতির গর্ভ থেকে, ভালবাসার আবেগ যেন আজও কবিতার মত স্বপ্ন ছড়ায়! অথচ বিরহের যাতনা এসে আত্মহত্যার তাগিদ দেয়, যা পাপের গভীরে হৃদয়কে ডুবিয়ে দেয়। কবিতা যদি এমন হয়, কবি তবে সার্থক নিশ্চয়। শুভেচ্ছা রইল প্রিয় কবি।
প্রেম বিরহের অনন্য চিত্র আঁকলেন কবি এক সুন্দর শব্দের বিন্যাসে ...
খুব ভালো লাগল পড়ে
শুভকামনা অফুরান কবিবন্ধু