তিমির রাতে হাতে মশাল নিয়ে হেঁটে চলেছি
একাকি নির্জন পথে যেখানে কারো দেখা নেই,
গাঢ় অন্ধকারে অম্বরে জ্বলছে কয়েকটি তারা
ঝিঝি পোকার ডাকে বাদুড়েরা করছে কোলাহল।
জানি আজ চিরতরে হারিয়ে যাব ভূ-মণ্ডল ছেড়ে
নয়নে পড়েছে মৃত্যুমুখী মাকড়সার মায়াজাল!
এতদিন আঁকড়ে ধরেছিলাম সকলের ভালোবাসা
জানি আজ চলন্ত নিশ্বাস চিরতরে থেমে যাবে!
তবুও সকলের সামনে করি বেঁচে থাকার অভিনয়
সবুজ মাঠের প্রান্তে শত কষ্টের মধ্যে,
যে কুঁড়ে ঘর তৈরি করেছিলাম আশ্রয়ের জন্য
আজকের পর শূন্য পড়ে থাকবে সেই আলয়!
জ্বলবেনা সন্ধ্যের পর সেখানে কোনো প্রদীপ
সকাল বেলায় তুলশির গাছে পড়বেনা জল,
দেওয়ালে ঝুলে থাকবে আমার বেরঙিন চিত্র
শূন্য পড়ে থাকবে উনমুক্ত সদনের আঙিনা।
ক্ষুধার জ্বালায় উড়ে আসা অগণিত শালিক পাখি
আজকের পর আর পাবেনা কোনো খাবার,
চেয়েছিলাম একদিন সুন্দর গগনকে ছুঁতে
তাই ছুটে গিয়েছিলাম ঐ শেষের সিমান্ত ডিঙিয়ে।
হারানোর বেদনায় হৃদয়ে জমে থাকা বীজ
ছড়িয়ে থাকবে অস্তিত্বের উর্বর ভূবনের মৃত্তিকায়,
ধীরে-ধীরে বুকের মধ্যে বাড়ছে মৃত্যু যন্ত্রণা
তাই বুঝি শুনতে পাচ্ছি এত কান্নার শব্দ!
এতদিন ঘন শিশিরের আবরণের মত
যাদের ভালোবাসা আমায় ঘিরে রাখতো সারাক্ষণ,
জানি আজকের পর ধীরে-ধীরে মুছে যাবে সবকিছু
জানি ভিজতেই হবে শেষ রজনীর বৃষ্টিতে!
তাইতো আমার সঙ্গে কোনো ছাতা রাখিনি
আটকাতে পারবেনা মৃত্যুরূপী বৃষ্টিকে কোন ছাতা!
তাই আজ মন না চাইলেও ভিজতে হবে
জীবনের শেষ মূহুর্তের শেষ ক্ষণের বৃষ্টিতে!
একদিন যে অন্তরীক্ষকে স্পর্শ করতে চেয়েছিলাম
হয়ত মৃত্যুর পর সেই ইচ্ছেটা পূর্ণ হবে!
নিথর স্তব্ধ হয়ে পড়ে থাকবে প্রাণহীন শরীর
অবশেষে গলে চিরকালের মত লুপ্ত হবে ক্ষিতিতে!
রচনাকালঃ- ০১/০৩/২০১৭
সুন্দর কবিতার।দারুন!!আবৃত্তি
Onobodyo! Suvechha roilo kobi dada
পঞ্চভূতে বিলীন তো হবই একদিন- তবু তার এত সুন্দর উদযাপন! খুব সুন্দর কবিতাটি।
আর তার উপস্থাপনা! মুগ্ধ করলেন আরও! আবৃত্তিকারকে জানাই অভিনন্দন আর ভালোবাসা।
কি লিখেছো কবি! নবপরিচয় পেলাম কাব্য পাঠে! শুভেচ্ছা রইল। এগিয়ে চলার....
শেষ রজনীর বৃষ্টি - দুর্দান্ত অনুভবের সৃষ্টি। দহনের আঁচে অবশেষে সব লুপ্ত হবে। খুব ভালো উপস্থাপনা। শুভেচ্ছা রইল।
দহনজলে ভিজে ভিজেই শেষ ঘুম।
অপূর্ব বিষাদময় কবিতাটি, শুভকামনা কবি।
রোমান্টিকতায় ভরপুর...
শেষ রজনীর বৃষ্টি
অনুপম সৃষ্টি
সুন্দর চেতনার প্রকাশ!
একরাশ শুভেচ্ছা ও শুভকামনা!
অনন্য ভাবনার দারুন কাব্যে বিমুগ্ধ!
প্রিয় কবির জন্য এক রাশ রক্তিম শুভেচ্ছা ও গভীর ভালোবাসা রেখে গেলাম।
ভালো থাকুন সবসময়!!
চমৎকার! অনেক অনেক শুভেচ্ছা।
‘‘শেষ রজনীর বৃষ্টি’’ কাব্যে কবি তার মনের আবেগ ঢেলে অনুভুতিগুলি কবিতার পাতায় প্রতিফলন ঘটিয়েছেন। প্রতিটি লাইনেই নিজেকে হারিয়ে যাওয়ার আকুতি বৃষ্টির উপমায় আবৃত করেছেন। বেশ ভাল লেগেছে। কবিতার ভাব খুব সুন্দর । চিরন্তন সত্যকে কাব্যছন্দে বেশ নান্দনিক করেছে।
খুব ভাল হয়েছে।
ধন্যবাদ কবি।
অনন্য লিখেছেন
শুভেচ্ছা আর ভালোলাগা রইল কবি ।
জীবনবৃত্ত। শুভেচ্ছা কবিবর।
"তুলসি" যদি খেয়াল করেন।
দারুণ অনুভুতির কবিতা।শুভেচ্ছা রইল।
অতি উত্তম প্রিয়।
অতি সুমন ভাবনা প্রিয়।
নব ভাবনার জন্য শুভেচ্ছা, শুভকামনা রইল তোমাকে।
সদা ভালো থেকো প্রিয়।
দারুণ অনুভব...।মুগ্ধ হলাম কবি....।ভাল থাকুন.....
বাস্তব চিন্তন শেষ রজনীর বৃষ্টি । ভাল । কবি বন্ধুকে শুভেচ্ছা জানাই । সদা ভাল থাকুন কবি ...
মহাকালের মাঝে এ জীবন খুবই নগন্য, চলে যেতে হবে শেষ রজনী পেরিয়ে, সুন্দর কবিতা ।
আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা নিবেন প্রিয় কবি ৷
অনবদ্য রচনা।
প্রিয় কবিকে অভিনন্দনের সাথে একরাশ শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। ভালো থাকুন সব সময় সকলের ভালোবাসায়।
খুব সুন্দর ...
কাব্য ভাব টা হৃদয় স্পর্শক ছিলো............
শুভকামনা জানবেন আমার শ্রদ্ধেয় কবি ভাইয়া....
Onobodyo! Khub sundor sesher belar chobi enkechen kobi। Shuvechha roilo kobi
এক নিঃশ্বাসে পড়ে গেলাম। অপূর্ব অনুভব। অসাধারণ প্রকাশ। শুভেচ্ছা অবিরাম।
কবিতার ভাষা অন্তরকে স্পর্শ করে গেল। শুভেচ্ছা ...
অনবদ্য
শব্দের কারুকার্যে অতুলনীয়....