কবে থেকে অব্যক্ত কষ্ট দাহে-দহি যাতনা
গগনে গুমট অরুণা-গাঁথে অরচিত অর্চনা,
হিয়ার পুঞ্জিভূত-উছল গীতল লহরীর মরমি
চকিতে ভেঙ্গে দেয়- কোন্ অভব্য সুনামী।


দুহাতে ঠেলে দিয়েছে অতল, এই মহীতল
ফিরিয়েছে বসুধার আদমকুল, দেইনি কূল,
উপর নয়-চেয়েছি চিত্ত-হয়েছিলাম ব্যাকুল
অর্থ নয়-চেয়েছি মনোবিত্তের বন্ধন অমূল।


কায়ায় নয়-ছায়ায় নয়-আবেগী মায়ায়ও নয়
হিয়ার সাথে হিয়ার প্রেম-তনে নয়-মনে হয়,
বাসর হবে নিতি-কোনো নির্দ্রিষ্ট নিশিতে নয়
হৃদয়ে হৃদয়ে মৈথুন যত হয়-হৃদয় তথা রয়।


আমি কোন্ চিত্তদাহ সহি, জানেনা তাহা মহী
জানে বিধাতা-আমি নহি-নিত্য কি দহন বহি।
...
কবে থেকে অব্যক্ত কষ্ট দাহে-দহি যাতনা
গগনে গুমট অরুণা-গাঁথে অরচিত অর্চনা,
হিয়ার পুঞ্জিভূত-উছল গীতল লহরীর মরমি
চকিতে ভেঙ্গে দেয়- কোন্ অভব্য সুনামী।


দুহাতে ঠেলে দিয়েছে অতল, এই মহীতল
ফিরিয়েছে বসুধার আদমকুল, দেইনি কূল,
উপর নয়-চেয়েছি চিত্ত-হয়েছিলাম ব্যাকুল
অর্থ নয়-চেয়েছি মনোবিত্তের বন্ধন অমূল।


কায়ায় নয়-ছায়ায় নয়-আবেগী মায়ায়ও নয়
হিয়ার সাথে হিয়ার প্রেম-তনে নয়-মনে হয়,
বাসর হবে নিতি-কোনো নির্দ্রিষ্ট নিশিতে নয়
হৃদয়ে হৃদয়ে মৈথুন যত হয়-হৃদয় তথা রয়।


আমি কোন্ চিত্তদাহ সহি, জানেনা তাহা মহী
জানে বিধাতা-আমি নহি-নিত্য কি দহন বহি।