ভুলে যাওয়া গল্প গুলো
আজ কবিতা হয়ে আসে চোখের পাতায় পাতায়
ভিজে যায় মুখ, কত বিচিত্র চরিত্রের কান্নায় ।
কানে কানে কত জনে বলে কত কথা
হায় !
আমার রাতের ঘুম ওড়ে ওদের অসংযত বোবা চিৎকারে
সান্ত্বনা দেবার ভাষা খুঁজি, পুরোনো প্রেম পত্রে
দেখি ওরা জীবন্ত আজও খেলা করে বেডরুম জুড়ে ।


বাইরে মৃত প্রেমিকার লাশ
দরজার কড়া নাড়ে
বদ্ধ ঘরে কে যেন আমায় আছড়ে আছড়ে মারে
খাট থেকে মেঝেয় ------
মেঝে থেকে জানালার কার্নিসে ।


সেদিন বুঝি ফিরে এলো, তোবড়ানো টিনের বুকের ঘরে
আবার, আবার টান মারে তোমার চৌম্বক দেহ
আমার লৌহ ব্যারিকেড ভেঙে
                              ছুটে চলে মন, সেদিনেরই মতো ।


হায় ! বুঝি তোমার অভিযোগ
অশরীরী আত্মা ------
পূর্ণ হবার দাবিতে আজ আমার হৃদয়ে প্রতিবাদ হানে ।।


16.02.2020  10:15 AM