ভুল করে যারা বলে 'সবচেয়ে বেস্ট'
টটালজিস্ট চেপে ধরে বানায় তাদের পেস্ট।
'এটিমো' হল শব্দ আর 'এপিস্টেমো' জ্ঞান
কর্ম নয়, পোমোলজিস্টের ফলের দিকেই ধ্যান।
থাইরয়েডের সমস্যা ভাই একবার হলে
পড়ে যাবেন এন্ডোক্রিনোলজিস্টের কলে।
কে কতটা বড় হবে আকারে বা শেপে
মরফোলজিস্ট সেটা ঠিক বলে দেবেন মেপে।
পদ্ধতি দেখাটা নয় তার জব
টেলোলজিস্ট রেজাল্ট  দেখেই বিচার করেন সব।
'হারপেটো' সরীসৃপ  নিয়ে কথা বলে
গোটা দুনিয়াটা আজ ভাইরোলজির কলে।
সেফোলজিস্ট বলে দেন ভোটের ভাবি ফল
রাইনোলজিস্ট সারিয়ে দেন নাকে এলে জল।
'ইকথিও' মাছ চাষ, 'পেডো' হল মাটি
ওডোন্টোলজিস্ট ঠিক রাখেন দাঁতের পরিপাটি।
কাল্পনিক জীব নিয়ে যারা পড়ে চলে
ক্রিপ্টোজুয়োলজিস্ট ভাই তাদেরকেই বলে।
অন্টোলজিস্ট কি যে বলে, জানেনা নিজেই
এই বলে লিংক  আছে, এই বলে নেই!


****--****--****--****--****


কবিতাটি আসলে চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ছাত্র ছাত্রীদের সাহায্যের জন্য লেখা। কবিতায় ব্যবহৃত WBCS/ BCS পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় শব্দের অর্থঃ  -              
Word Suffixed logy is Study:-


Herpetology-Reptiles
Virology-Viruses
Ichthyology-Fishes
odontology: teeth  
*tautology*
the use of two words or phrases that express the same meaning, in a way that is unnecessary and usually unintentional:
No one talks about " *creative music",* because it would be a tautology.
Try to avoid repetition or tautology.
  "heroic heroes" (note the tautology here)


*Ontology* is the philosophical study of being. More broadly, it studies concepts that directly relate to being, in particular becoming, existence, reality, as well as the basic categories of being and their relations.
Etymology
the study of the origin of words and the way in which their meanings have changed throughout history.
*cryptozoology*
the search for and study of animals whose existence or survival is disputed or unsubstantiated, such as the Loch Ness monster and the yeti.
Epistemology :study of human knowledge.
Pomology : fruit.
Pedology : soil
Psephology : statistical study of elections and trends in voting.
Rhinology : a branch of medicine that deals with the nose and its diseases.
Morphology :the study of the forms of things.