বৈশাখ মানেই ভালবাসার শব্দচর,
ভালবাসার কথা মালার সালবরণ।
বৈশাখ মানেই  হাটে ঘাটে মেলায় মেলা,
মেলা থেকে কেনা কাটার মহা ধুম।
বৈশাখ মানেই  শুকনো মাঠে পানির ছিটে,
মাঠে মাঠে সবুজ ঘাছের খিলখিলে।
বৈশাখ এলেই এলোমেলো আগের সব,
কালবৈশাখীর উড়িয়ে নেওয়া উদাস ভাব।
বৈশাখ মানেই কিষানকুলে হাসির বান,
নতুন ভাবে জীবন গড়ার নতুন আশ।
বৈশাখ মানেই উরিয়ে চলা পথের ধুলি,
পথে ঘাটে ঝাপটা খাওয়া বায়ুর চাপ।
বৈশাখ মানেই উড়িয়ে দেওয়া সকল বাঁধ,
নতুন ভাবে পথ চলার যাত্রাকাল।
বৈশাখ মানেই  মানব মনে আলোর আশ,
নতুন ভাবে জীবন গড়ার দৃপ্তপণ।
বৈশাখ মানেই ভালবাসার শব্দচর,
ভালবাসার কথা মালার সালবরণ।।